সিরাজগঞ্জের এনায়েতপুর থানা ছাত্র শিবিরের সভাপতি আল-ইমরানকে (৩২) আটক করা হয়েছে।
সোমবার সকালে পুলিশ সৈয়দপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করেন। সে ওই গ্রামের শাহীন মন্ডলের ছেলে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, আটক আল-ইমরানের বিরুদ্ধে সদর থানায় বিস্ফোরক আইনের একটি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৮ জুলাই ১৬/ সালাহ উদ্দীন