সাভারে খেলতে গিয়ে পা পিছলে পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর তিনটার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহতরা হলো দত্তপাড়া এলাকার মোহাম্মদ রানার চার বছরের ছেলে রাফুল ও তারা খালাত বোন ছাফিনা (৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাভারের দত্তপাড়া গ্রামের মোহাম্মদ রানার বাড়ির পাশেই তার বোনের সাথে খেলা করছিলেন রাফুল। এসময় হঠাৎ করেই পা পিছলে রাফুল বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে ছাত্তার মুন্সির শিশু কন্য ছাফিনা ওই ছেলেকে বাঁচাতে গেলে সেও পুকুরের পানিতে তলিয়ে যায়। এর আধ ঘন্টা পর স্থানীয়রা পুকুরে তল্লাশি চালিয়ে শিশু দুটির মৃতদেহ উদ্ধার করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহগুলো উদ্ধার করে। তবে তাদের পরিবারের অনুরোধে শিশু দুটির ময়নাতদন্ত ছাড়াই তাদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/ ১৮ জুলাই ১৬/ সালাহ উদ্দীন