ময়মনসিংহের হালুয়াঘাট-১ ও গৌরীপুর-৩ আসনের ১০ম জাতীয় সংসদ নির্বাচনের উপ-নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত স্থানীয় দু’আসনের ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়েছেন। এদিকে ভোট কেন্দ্রে সরকারদলীয় প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনে গৌরীপুরের তিন প্রার্থী ভোট বর্জন করেছেন।
অন্যদিকে সন্ধ্যায় বেসরকারিভাবে ভোটের ফলাফল জানা গেছে। এতে ময়মনসিংহ ১ হালুয়াঘাট ধোবাউড়া থেকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী জুয়েল আরেং ১ লাখ ৭০ হাজার ১৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সেলিমা খাতুন 'আপেল' প্রতিক নিয়ে ১৪ হাজার ৩৩৮ ভোট পেয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলালুজ্জামান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/১৮ জুলাই ২০১৬/হিমেল-১৯