ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সোমবার বিকেলে জঙ্গি বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের তেল পাম্প এলাকা থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পোষ্ট অফিস মোড়ে এক সমাবেশে মিলিত হয়।
সেখানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সভাপতি একরামুল হক লিকু ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা প্রমূখ।
অপরদিকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহের মহেশপুরে উপজেলায় পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলা পরিষদ চত্বরে পৌর আ’লীগের সভাপতি অমল কুমার কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নবী নেওয়াজ। পৌর আ.লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক বুলু, জেলা কৃষকলীগের যুগ্ন সম্পাদক আলহাজ্ব শরিফুল ইসলাম শরিফ ও রাসেল স্মৃতিসংঘের সভাপতি আব্দুস সেলিম প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৮ জুলাই ১৬/ সালাহ উদ্দীন