ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৪৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শামসুজ্জামান জামান পেয়েছেন ৪ হাজার ৩৭২ ভোট।
এ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তফা নির্বাচনী ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন।
এ আসনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৬২ হাজার ২শ’ ৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৯ হাজার ৮শ’ ৯২ জন ও নারী ভোটার ১ লাখ ১২ হাজার ৩শ’ ৪৩ জন।
এখানে আওয়ামী লীগের প্রার্থীসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভোটগ্রহণ চলাকালে দুপুরে জালভোট ও ব্যাপক অনিয়মের অভিযোগ এনে জাতীয় পার্টির প্রার্থী শামসুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী হাফেজ আজিজুল হক ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী হাফেজ মাওলানা আবু তাহের খান ভোট বর্জনের ঘোষণা দেন।
বিডি-প্রতিদিন/ ১৮ জুলাই ১৬/ সালাহ উদ্দীন