ঝিনাইদহ সদর উপজেলার মধুপুরে ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৪০) এক নারীর মৃত্যু হয়েছে।
পুলিশ তার লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, সোমবার রাত ৯টার দিকে একটি ট্রাক ওই নারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। ওই নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন বলেও জানান ওসি জানান।
বিডি-প্রতিদিন/ ১৯ জুলাই ১৬/ সালাহ উদ্দীন