যশোর শহরের বারান্দিপাড়া-ঝুমঝুমপুর ব্রিজের পশ্চিমপাশে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবকের (২৭) মৃত্যু হয়েছে।
সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
যশোর কোতোয়ালি থানার ওসি মো: ইলিয়াস হোসেন দাবি করেন, রাতে বারান্দীপাড়া এলাকায় ডাকাতদের সাথে মাদক বিক্রেতাদের গোলাগুলি হচ্ছে জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশ ১০ রাউন্ড ফাকা গুলি ছুড়ে দুর্বৃত্তদের হটিয়ে দেয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কাজল মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়। এক রাউন্ড গুলি তার মাথায় বিদ্ধ হয়।
ওসি দাবি করেন, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিন রাউন্ড গুলি ও তিনটি দা উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৯ জুলাই ১৬/ সালাহ উদ্দীন