নাশকতার মামলায় গাইবান্ধার সুন্দরগঞ্জে জহুরুল হক (৫৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত ৩টায় উপজেলার কালিরখামার গ্রামের নিজের বাড়ি থেকে থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান সুন্দরগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান।
গ্রেফতার জহুরুল উপজেলার কালিরখামার গ্রামের মৃত আব্দুজ জলিলের ছেলে এবং উপজেলা জামায়াতের কার্যনির্বাহী কমিটির সদস্য।
এসআই মোখলেছুর রহমান জানান, জহুরুলের বিরুদ্ধে ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের আগের দিন অগ্নিসংযোগ, জ্বালাও-পোড়াওসহ বিভিন্ন নাশকতার অভিযোগে মামলা আছে। এই মামলায়ই রাতে তাকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/১৯ জুলাই, ২০১৬/মাহবুব