শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক অনীল কুমার রায়কে আইএস পরিচয়ে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া ঐ চিঠিতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, থানা ও দুই শতাধিক মসজিদসহ অন্যান্য স্থাপনায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।
সোমবার রাত ৯টার দিকে এ হুমকি দেওয়া হয় বলে আওয়ামী লীগের ঐ নেতা দাবি করেন। চিঠি পাওয়ার পর অনীল কুমার রাত ১১টার দিকে নকলা থানায় সাধারণ ডায়রি করেছেন। তিনি বলেন, রাত ৯টার দিকে বাড়ি দরজার নিচ দিয়ে আরবি ও বাংলার সংমিশ্রণে লেখা চিঠিটি কে বা কারা দিয়ে যায়। চিঠিতে আইএসের পরিচয় দেওয়া হয়েছে।
নকলা থানার অফিসার ইনচার্জ গোলাম হায়দার বলেন, আওয়ামী লীগ নেতা অনীল কুমার একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন। এ নিয়ে আমরা তদন্ত শুরু করেছি।
বিডি প্রতিদিন/১৯ জুলাই ২০১৬/হিমেল-১১