নড়াইলের কালিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় সাতজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। আজ বেলা ১১টায় উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গ্রামের ইউসুফ মোল্লা এবং জামাল হোসেন ধলা মিয়ার মধ্যে আধিপথ্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে আজ ইউসুফের সমর্থকরা ধলা মিয়ার ভাইকে মারধর করলে ধলা মিয়ার সমর্থকরাও পাল্টা হামলা চালায়। এসময় কমপক্ষে সাতজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হন। আহতদের কালিয়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুকল্যান বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বিডি প্রতিদিন/১৯ জুলাই ২০১৬/হিমেল-১৫