বঙ্গবন্ধু সেতুর দক্ষিন পার্শ্বে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে একটি ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর থানা পুলিশ লাশটি উদ্ধারের পর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নিহতের বয়স আনুমানিক ৫০ বছর।
সদর থানা উপ-পরিদর্শক আব্দুল বারেক জানান, ডোবায় লাশটি ভাসতে দেখে স্থানীয়রা সংবাদ দেয়। দুপুরে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, মরদেহ পচে গেছে। ধারনা করা হচ্ছে প্রায় ১০/১২ দিন আগে তাকে হত্যা পর লাশ ফেলে রাখা হয়েছিল। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/১৯ জুলাই ২০১৬/হিমেল-১৮