“জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ”, “অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফল বেশী খান”-এ শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কৃষি প্রযুক্তি ও বৃক্ষ মেলা ২০১৬-এর উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।
আলোচনা সভায় উপকূলীয় বন বিভাগ নোয়াখালী অঞ্চলের বিভাগীয় কর্মকর্তা মো. আমীর হোসাইন চৌধুরী সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্ত্যব্য রাখেন, পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, সিভিল সার্জন গোলাম ফারুক ভূঁইয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মোস্তফা, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৯ জুলাই, ২০১৬/ আফরোজ