'সন্ত্রাস জঙ্গিবাদ রুখে দাঁড়াও বাংলাদেশ'- এ শ্লোগানে খাগড়াছড়িতে জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ। আজ মঙ্গলবার খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় শুরু হওয়া এ মানববন্ধন কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদের জেলা সভাপতি অধ্যক্ষ সমীর দত্ত চাকমা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, নীলোৎপল খীসা, জয় চন্দ্র চাকমা,আব্দুল আলী, সুশীল পাল, কাজী নাজমুল হুদা, আবুল বাশার।
বিডি-প্রতিদিন/ ১৯ জুলাই, ২০১৬/ আফরোজ