চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া গ্রামের খাদিজা খাতুন নামের এক মাদরাসা ছাত্রী ১১ দিন ধরে নিখোঁজ রয়েছেন। সে হুদাপাড়া গ্রামের ওসমান গণির মেয়ে এবং নাটুদা বালিকা মাদরাসার সপ্তম শ্রেণীর ছাত্রী।
নিখোঁজ মাদরাসা ছাত্রীর পিতা ওসমান গণি জানান, গত ৯ জুলাই সকালে মাদরাসায় যাওয়ার কথা বলে খাদিজা খাতুন বাড়ী থেকে বেড়িয়ে যায়। এরপর সে আর বাড়ী ফিরে আসেনি। পরে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে দামুড়হুদা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
দামুডহুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, গত ১১ জুলাই ওসমান গণির মেয়ে নিখোঁজের বিষয়ে দামুড়হুদা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। প্রাথমিকভাবে ধরণা করা হচ্ছে প্রেম ঘটিত করণে মেয়েটি ঘরছাড়া হতে পারে। তবে আমরা তদন্ত করে দেখছি।
বিডি প্রতিদিন/১৯ জুলাই ২০১৬/হিমেল-২১