ঠাকুরগাঁওয়ে পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। এ বিষয়ে আজ দুপুর ১২টায় শহরের লেজার ক্যান্টিন কনফারেন্স রুমে ৩০ বিজিবি’র পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ৩০ বিজিবির পরিচালক লেঃ কর্ণেল তুষার বিন ইউনুস জানান, গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার ভোর রাতে হরিপুর উপজেলার মোলানী সীমান্তের বেলডাঙ্গী গ্রামের আলমের বাসার পাশে পরিত্যাক্ত অবস্থায় পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
এসময় জেলার সংবাদকর্মীদের কাছে তথ্য দিয়ে সহযোগীতার আহবান জানান তিনি। তবে এ অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন ৩০ বিজিবির পরিচালক।
বিডি প্রতিদিন/১৯ জুলাই ২০১৬/হিমেল-২২