বগুড়ার ধুনট উপজেলার ইছামতি নদীর চর থেকে অজ্ঞাত পরিচয় এক কন্যা শিশুর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার গোপালনগর ইউনিয়নের সাতটিকরি গ্রামের চর থেকে লাশটি উদ্ধার করা হয়। ধুনট থানার ওসি মিজানুর রহমান জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ৮-১০ বছর বয়সের এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সাতটিকরি গ্রামে ইছামতি নদীর চরে একটি ভুট্টা ক্ষেতের পাশে অজ্ঞাত পরিচয় মৃতদেহটি পড়ে ছিল। তিন-চার দিন আগের কে বা কারা শিশুর মৃতদেহটি ফাঁকা মাঠের ভেতর ফেলে রেখে গেছে। এ ঘটনায় ধুনট থানায় মামলার প্রস্ততিসহ মৃতদেহের পরিচয় ও রহস্য উদঘাটনের চেষ্টা চলেছে। শিশুর মৃতদেহটি ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ