মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় সার বোঝাই মালবাহী ট্রেনের একটি বগীর দুটি চাকা লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
রেলওয়ে সুত্রে জানা যায়, দুর্ঘটনায় কবলিত মালবাহী ট্রেনটি ফেঞ্চুগঞ্জ থেকে সার নিয়ে শিবগঞ্জ যাবার পথে শুক্রবার বিকেল চারটার দিকে ঢাকা থেকে ২৯২ কিলো মিটার দুরে লাউয়াছড়া বনের ভিতর লাইনচ্যুত হয়। এর পর থেকে সিলেটের সাথে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
ফলে ঢাকাগামী পারাবত ট্রেন কুলাউড়া স্টেশনে, সিলেটগামী জয়ন্তিকা ট্রেন শায়েস্তাগঞ্জ স্টেশনে এবং সিলেটগামী পাহাড়ীকা ট্রেন নয়াপাড়া স্টেশনে আটকা পড়ে যাত্রী সাধারন চরম দুর্ভোগে পড়েছেন।
সিলেট রেল পথের উপ-সহকারী প্রকৌশলী মো. আলী আযম সন্ধ্যা সাতটায় জানান, কুলাউড়া থেকে হাইড্রোলিক টোল ভ্যান ও আখাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
বিডি-প্রতিদিন/ ২২ জুলাই ১৬/ সালাহ উদ্দীন