কুমিল্লায় পাথরের টুকরা গলায় আটকে ৮ মাসের শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার জেলার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু মেহেদী ওই গ্রামের প্রবাসী আবদুল কুদ্দুছের ছেলে। সন্ধ্যায় স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. সেকান্দর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, কমলাপুর গ্রামের প্রবাসী আবদুল কুদ্দুসের স্ত্রী রোকসানা আক্তার তানজিল (১২), তাশরিফ (৪) ও মেহেদী (৮মাস) নামের তিন শিশু সন্তানকে নিয়ে কুমিল্লা মহানগরীর ইপিজেড রোড এলাকায় থাকেন। বৃহস্পতিবার তিনি তার গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে বড় ছেলে তানজিলের উপবৃত্তির টাকা আনতে গ্রামের বাড়িতে আসেন। শুক্রবার সকালে তানজিল ও তাশরিফ দুই সহোদর মিলে পাথরের টুকরা কুড়িয়ে এনে ঘরে বসে তিন ভাই মিলে খেলছিল। খেলার ছলে শিশু মেহেদী একটি পাথরের টুকরো মুখে নিলে তা তার গলায় আটকে যায়। বাড়ির লোকজন চেষ্টা করেও পাথরের টুকরোটি গলা থেকে অপসারণ করতে পারেনি। পরে কুমিল্লা মহানগরীর একটি হাসপাতালে আনার পথে রাস্তায় শিশু মেহেদীর মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ ২২ জুলাই ১৬/ সালাহ উদ্দীন