কুমিল্লায় নারী মুক্তিযোদ্ধা শিরিন বানু মিতিলের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ মাগরিব কুমিল্লা নগরীর কাটাবিল জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে স্বামীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে বিকেল সাড়ে ৫ টায় কুমিল্লা টাউন হল মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারসহ মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডর্স ফোরামের দপ্তর সম্পাদক মেজর শেখ দলিলুর রহমান, জেলা পরিষদ কুমিল্লার প্রশাসক মু্িক্তযোদ্ধা ওমর ফারুকসহ মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
বিডি-প্রতিদিন/ ২২ জুলাই ১৬/ সালাহ উদ্দীন