গোপালগঞ্জে সন্ত্রাস জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের পৌরপার্ক শহীদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগের সভাপতি জিএম সাহাবুদ্দীন আযম'র সভাপতিত্বে যুব সমাবেশে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ছোট ছেলে কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম, জেলা আওামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম বি সাইফ এর পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস এম জাহিদ, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, গোপালগঞ্জ পৌরসভার মেয়র ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু প্রমূখ।
বিডি-প্রতিদিন/ ২২ জুলাই ১৬/ সালাহ উদ্দীন