সিলেটের গোয়াইনঘাটের পিয়াইন নদীতে সাঁতার কাটতে গিয়ে আঞ্জুমান বাপ্পী (২৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার বিছানাকান্দি পর্যটন কেন্দ্রে পিয়াইন নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাপ্পী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের সতিঘর গ্রামের আব্দুল আজিজের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, পিয়াইন নদীতে সাঁতার কাটতে গিয়ে স্রোতের মুখে আঞ্জুমান বাপ্পী পানিতে তলিয়ে যান। স্থানীয়দের সহায়তায় সন্ধ্যা সাড়ে ৬টায় তার মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে, আঞ্জুমানের মরদেহ আনতে তার বাবা আব্দুল আজিজ গোয়াইনঘাট পৌঁছেছেন বলে ওসি জানান।
বিডি-প্রতিদিন/ ২২ জুলাই ১৬/ সালাহ উদ্দীন