রংপুরের কাউনিয়া উপজেলার টেপা মধুপুর এলাকার মসকুর গ্রামে লতা বেগম (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১১টার দিকে কাউনিয়া উপজেলার টেপা মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
লতা কাউনিয়া উপজেলার মসকুর গ্রামে আমিনুলের দ্বিতীয় স্ত্রী।
রংপুরের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ জানান, দুই বছর আগে গাজীপুরের সখিপুরে একটি গার্মেন্টসে চাকরি করার সময় লতার সঙ্গে আমিনুলের পরিচয় হয়। পরে লতাকে বিয়ে করেন আমিনুল। বিয়ের দুই বছর পর আমিনুল লতাকে রেখে পালিয়ে তার গ্রামের বাড়ি চলে আসে। লতা তার স্বামী আমিনুলের বাড়িতে এলে সেখানে স্বামীর সঙ্গে তার ঝগড়া হয়। পরে ঘরের ভিতরে দরজা বন্ধ দেখে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। স্ত্রী হত্যার পর বর্তমানে স্বামী আমিনুল পলাতক।
লতার মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর হত্যাকাণ্ডের কারণ জানা যাবে বলে জানান ওসি মামুনুর। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২২ জুলাই ১৬/ সালাহ উদ্দীন