যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ আব্দুল মালেক (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বন্দরের সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দুল মালেক সাদিপুর গ্রামের আব্দুল করিমের ছেলে।
২৬ ব্যাটালিয়ন বিজিবির বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১০০ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইন পাওয়া যায়। আটক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে অভিযোগ দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/২৩ জুলাই, ২০১৬/মাহবুব