ঠাকুরগাঁও সদর উপজেলা দক্ষিণ রাজাগাঁও ইউনিয়নের রাস্তার পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় (২৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান রুহিয়া থানার অফিসার ইনচার্জ খাঁন মোহাম্মদ শাহরিয়ার।
স্থানীয় রাজাগাঁও ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম জানান, লাশটির পরিচয় পাওয়া যায়নি। আনুমানিক বয়স হবে ২৫-৩০ বছর বয়সী ওই যুবকের পরণের প্যান্টটি এলিট টেইলার্স বালিয়াডাঙ্গি হতে সেলাই করা।
খাঁন মোহাম্মদ শাহরিয়ার জানান, সকালে স্থানীয়রা রাস্তার পাশে লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর দুর্বৃত্তরা লাশটি এখানে ফেলে যায়।
বিডি-প্রতিদিন/২৩ জুলাই, ২০১৬/মাহবুব