বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে আদালতের দেওয়া সাজার প্রতিবাদে বিক্ষোভ করেছে জেলা বিএনপি। আজ শনিবার দুপুরে বিএনপি’র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান জামানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বড় বাজার ঘুরে পৌর বাজারস্থ দলীয় কার্যালয়ে ফিরে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
অন্যান্যের মধ্যে সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি জহুরুল আলম বক্তব্য রাখেন। সমাবেশে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, সদর উপজেলা সভাপতি মীর সেলিম ফারুক, পৌর সাধারণ সম্পাদক মাহবুব-উর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, সরকার আদালতকে প্রভাবিত করে রাজনৈতিক উদ্দেশ্যে তারেক জিয়ার বিরুদ্ধে সাজা দিয়েছেন। অবিলম্বে তারেক রহমানের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ