ঝিনাইদহের শৈলকুপা ও কোটচাঁদপুর উপজেলায় শনিবার ভোরে পৃথক অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, শৈলকুপা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান মিন্টু (২৬), কোটচাঁদপুর উপজেলার দয়রামপুর গ্রামের সৈকত আলীর ছেলে শিবির নেতা রজব আলী (২৫), বলাবাড়ীয়া গ্রামের মোবারক আলীর ছেলে আব্দুস সালাম (৩৮), ভিটশ্বর গ্রামের নূর বক্সের ছেলে সালামত আলী (৫০) ও একই গ্রামের আব্দুস সামাদের ছেলে আতর আলী (৫৬)।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী জানান, গ্রেফতারকৃতরা নাশকতার পরিকল্পনা করছে এমন একাধিক অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ