কক্সবাজারের টেকনাফে শনিবার ভোররাতে ইয়াবাসহ আব্দুল্লাহ (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে।
টেকনাফ মডেল থানার ওসি আব্দুল মজিদ জানান, শনিবার ভোররাতে থানা পুলিশের এএসআই কাজী মালেকের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে হ্নীলা পশ্চিম সিকদার পাড়া এলাকায় অভিযান চালায়। এসময় ১ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।
ইয়াবা উদ্ধারের ঘটনায় আটক আব্দুল্লাহসহ তার ভাই আব্দুর রহমান ও আব্দুর রহিমকে পলাতক আসামি করে মাদক আইনে মামলা দায়ের করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/ ২৩ জুলাই, ২০১৬/ আফরোজ