বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রায়ে সাজা প্রদানের প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে বিএনপি। শনিবার বেলা ১২টায় বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হওয়ার চেষ্টা করলে পুলিশ মিছিলে বাধা দেয়।
এরপর দলীয় কার্যালয়ের সামনেই বিক্ষোভ সমাবেশ করে নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি রেজিনা ইসলাম, সহ-সভাপতি মাহবুব আহমেদ, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জুয়েল, দিনাজপুর সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মোকসেদ আলী মঙ্গলীয়া, যুবদলের যুগ্ম আহবায়ক মোন্নাফ মুকুল, জেলা ছাত্রদলের আহবায়ক মোস্তফা কামাল মিলন, ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা ছাত্রদলের সদস্য সচীব মোকছেদুল ইসলাম টুটুল, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের নির্বাহী সদস্য ও পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক বখতিয়ার আহমেদ কচি, সরকারী ছাত্রদলের নেতা মোঃ রেজাউর রহমান রেজা প্রমুখ।
বিডি প্রতিদিন/২৩ জুলাই ২০১৬/হিমেল-০৫