নেত্রকোনা শহরের তেরী বাজার এলাকায় ব্যাটারী চালিত ইজিবাইকের ধাক্কায় আনিসুর রহমান মোহন (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন । শনিবার সকালে শহরের কাজী রোডের নিজ বাসায় যাওয়ার পথে তেরীবাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী গুরতর আহত আনিসুর রহমানকে উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে এলাকাবাসী ব্যাটারী চালিত ঘাতক ইজিবাইকটি আটক করে থানায় সোপর্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ওসি আবু তাহের দেওয়ান জানান মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/২৩ জুলাই ২০১৬/হিমেল-০৬