বাগেরহাটের মোরেলগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার দাবিতে সভা করেছে আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ।
শনিবার বিকেল ৩টায় মুক্তিযোদ্ধা সংসদের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. লিয়াকত আলী খান। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা. মোসলেম উদ্দিন, এস.এম মশিউর রহমান ও এম. কে আজিজ। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের নবগঠিত কমিটির সভাপতি এস.এম বজলুর রহমান।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সাধারণ সম্পাদক সুখরঞ্জন হালদার, মো. মতিয়ার রহমান মৃধা, আব্দুল গফ্ফার খান, সেকেন্দার আলী সিকদার, আবুল হোসেন ফকির ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুল গফ্ফার।
বিডি প্রতিদিন/ ২৩ জুলাই ২০১৬/ সালাহ উদ্দীন