নেত্রকোনার মোহনগঞ্জে ব্যাটারী চালিত অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালক আলী হোসেনের (২৮) মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত আলী সমাজ সহিলদেও ইউনিয়নের রাম জীবনপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে।
মোহনগঞ্জ থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, আজ নিজ বাড়িতে অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন চালক আলী হোসেন। পরে তাকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/২৩ জুলাই ২০১৬/হিমেল-০৯