হবিগঞ্জ সদরের শহরতলীর ধুলিয়াখাল এলাকা থেকে পেট্রলবোমা ও হাতবোমাসহ গাজিউর রহমান (২২) নামে এক জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে সাতটি হাতবোমা ও পাঁচটি পেট্রলবোমা উদ্ধার করা হয়।
শনিবার ভোরে শহরতলীর ধুলিয়াখাল এলাকার একটি মেস থেকে তাকে আটক করা হয়। হবিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ দেব আটকের বিষয়টি নিশ্চিত করেন।
আটক গাজিউর রহমান সদর উপজেলার ধুলিয়াখাল এলাকার আবিদুর রহমান খানের ছেলে।
পুলিশ জানায়, ধুলিয়াখাল এলাকার ওই মেসে গাজিউর ও তার সহযোগীরা নাশকতার পরিকল্পনায় বৈঠক করছে এমন গোপন খবরে পুলিশ অভিযান চালিয়ে সাতটি হাতবোমা ও পাঁচটি পেট্রলবোমাসহ গাজিউরকে আটক করে। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।
বিডি প্রতিদিন/ ২৩ জুলাই ২০১৬/ সালাহ উদ্দীন