পাবনার সাঁথিয়া উপজেলার গোপালপুরে নুর ইসলাম (৩৪) নামে এক চরমপন্থী নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। শনিবার দুপুর একটার দিকে উপজেলার গোপালপুর হলুদগড় ব্রীজের কাছে তাকে হত্যা করে সন্ত্রাসীরা। নুর একই উপজেলার শিবরামপুর নন্দীগ্রামের আব্দুল হাকিমের ছেলে ও নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দল নকশালের আঞ্চলিক নেতা ছিলেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, স্থানীয়দের দেয়া সংবাদে বুধবার দুপুরে হলুদগড় ব্রীজের নিকট থেকে নুর ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ।
তবে এ ঘটনায় থানায় এখনো কেউ লিখিত ভাবে অভিযোগ না দিলেও পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওসি আরও জানান, নিহত নুর ইসলাম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে সাঁথিয়া থানায় হত্যাসহ ৬টি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/২৩ জুলাই ২০১৬/হিমেল-১১