ভারত থেকে মাদক পাচার বন্ধ করা, ভারতীয় কাঁটাতাঁরের বেড়া কাটা রোধ করাসহ কয়েকটি বিষয়ে আলোচনার জন্য চুয়াডাঙ্গার দর্শনায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী মাহেন্দ্র কুমার।
বিডি প্রতিদিন/২৩ জুলাই ২০১৬/হিমেল-১৩