হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত এলাকা থেকে ১ কেজি গান পাউডার, ৫টি হাতবোমাসহ ২ যুবককে আটক করেছে র্যাব-১৩।
শনিবার হাকিমপুর সীমান্তের চুড়িপট্রি এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- হাকিমপুর সীমান্তের চুড়িপট্রি এলাকার মৃত শহীদ হোসেন ওরফে ভোলার ছেলে কালু মিয়া (২৫) ও একই এলাকার আবুল খয়েরের ছেলে সোহাগ ওরফে সৌরভ (২৬)।
র্যাব-১৩ ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এএসপি মোঃ আফজাল হোসেন জানায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সীমান্তের মধ্যবাসুদেবপুর গ্রামে কালু মিয়া ও একই এলাকার সোহাগ ওরফে সৌরভকে আটক করা হয়। মধ্যবাসুদেবপুর গ্রামে মোঃ কালু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে ১ কেজি গান পাউডারের পোটলা, ৫টি হাতবোমা উদ্ধার করে র্যাব।
বিডি প্রতিদিন/ ২৩ জুলাই ২০১৬/ সালাহ উদ্দীন