কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার বরাদিয়া এলাকায় ট্রাকের চাপায় অজ্ঞাত পরিচয় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার সকাল পৌনে ৯টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হক।
তিনি বলেন, সকালে বরাদিয়া এলাকায় একটি ট্রাক এক মোটরসাইকেল আরোহীকে চাপা দিলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/২৪ জুলাই, ২০১৬/মাহবুব