কুমিল্লায় ১ লাখ ৩৯ হাজার টাকার জাল নোটসহ মুখলেছ মিয়া (২৪) নামে জাল টাকা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা ৭ টায় আন্দিকোট ইউনিয়নের হায়দরাবাদ বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত মুখলেছ জেলার মুরাদনগর উপজেলার নবগঠিত বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকোট ইউনিয়নের হায়দরাবাদ গ্রামের ধনু মিয়ার ছেলে।
বাঙ্গরা থানা ভারপ্রাপ্ত কর্মকতা মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হায়রাবাদ বাজারে অভিযান পরিচালনা করে ১ লক্ষ ৩৯ হাজার টাকার জাল নোটসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বাঙ্গরা থানায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানান, দীর্ঘ দিন থেকে সে জাল টাকার ব্যবসা চালিয়ে আসছিলো। এলাকায় তার একটি সিন্ডিকেট রয়েছে।
বিডি প্রতিদিন/২৪ জুলাই ২০১৬/হিমেল-১২