সিরাজগঞ্জে গ্রেনেড তৈরীর সরঞ্জামাদি ও ককটেলসহ ৪ নারী জেএমবি সদস্যকে আটক করা হয়েছে। গোয়েন্দা পুলিশ (ডিবি) রবিবার ভোর রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর উত্তরপাড়া মহল্লায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা ওহেদুজ্জামান জানান, আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমান জিহাদী বই, ৬টি ককটেল ও গ্রেনেড তৈরীর সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৪ জুলাই ২০১৬/হিমেল-১৬