মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর এলাকার কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন কিরনের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজী মামলার প্রতিবাদে মনববন্ধন কর্মসূচি পালন করেছে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আজ দুপুরে ঐ স্কুল প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষক কিরনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মিথ্যা মামলা দায়েরকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।
শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, মামলায় ঘটনার যে সময় উল্লেখ করা হয়েছে সেদিন শিক্ষক কিরন স্কুলে ছিলেন এবং মাদারীপুর জেলা প্রশাসকও সেদিন সেই স্কুলে উপস্থিত ছিলেন। তাই উক্ত মামলাটি যে হয়রানী মুলক ও উদ্দেশ্য প্রনোদিত সেটি প্রতিয়মান হয়।
বিডি প্রতিদিন/২৪ জুলাই ২০১৬/হিমেল-১৭