কক্সবাজারের টেকনাফে ৬০ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ ৪ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২ বর্ডার গার্ড ব্যাটলিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবু জার আল জাহিদ জানান, শনিবার রাতে দমদমিয়া বিওপি চৌকির নায়েক মোঃ মোজাহিদুর রহমানের নেতৃত্বে বিজিবির জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে চেকপোষ্টে কক্সবাজারগামী স্পেশাল বাস তল্লাশি চালায়।
এসময় ১৯ হাজার ৯২৪ পিস ইয়াবাসহ ৪ নারী-পুরুষকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৬ হাজার ৫৯৫ টাকা ও ৪টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, ঢাকা কদমতলী মুরাদপুর এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে মলিম আহাম্মদ হাফিজ (২৮),ফরিদপুর এলাকার ওবাইদুর রহমানের স্ত্রী পারুল আক্তার সুমি(২০), ঢাকা শ্যামপুর জুরাইন এলাকার মোঃ সেলিমের স্ত্রী মোছা: আলো (৪৫) ও তার মেয়ে তিনা (১৬)।
উদ্ধারকৃত ইয়াবা, নগদ টাকা ও মোবাইলের আনুমানিক মূল্য ৬০ লাখ ৯ হাজার ৭৯৫ টাকা বলে বিজিবি জানিয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, টাকা ও মোবাইলসহ আটক নারী-পুরুষকে থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৪ জুলাই ২০১৬/হিমেল-২০