দিনাজপুরে এক অটোবাইক চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে শহরতলীর মানিকপীর এলাকায় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত অটোচালক লাবু (১৬) দিনাজপুর শহরের গোলাপবাগ লেবুর মোড় এলাকার রফিকুল ইসলামের ছেলে।
নিহতের মা লাভলী বেগম সাংবাদিকদের জানান, শনিবার দুপুরে লাবুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার কয়েকজন বন্ধু। এরপর থেকে লাবু আর বাড়িতে ফিরেনি।
কোতয়ালী থানার ওসি রেদোয়ানুর রহিম জানান, 'শহরতলীর মানিকপীর এলাকায় রাস্তার পাশে মুখে প্লাস্টিক পেঁচানো অবস্থায় বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। এরপরে দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।'
বিডি প্রতিদিন/২৪ জুলাই ২০১৬/হিমেল-২৩