কুমিল্লার চৌদ্দগ্রাম বিসিক শিল্পনগরীতে রবিবার সন্ধ্যায় র্যাব ও বিএসটিআই যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান নকল পন্য সামগ্রী জব্দ করে বিনষ্ট করেছে। এ সময় তিনজনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছর করে জেল এবং তিনটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, র্যাব-১১ এর মেজর মোস্তফা কায়সার ও বিএসটিআইয়ের ফিল্ড অফিসার রিয়াজ হোসেন মোল্লা জানান, চৌদ্দগ্রাম বিসিক শিল্প নগরীর তিনটি অনুমোদনহীন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভেজাল শিশু খাদ্য, নকল সরিষা ও নারিকেল তেল, গ্লুকোজ-ডি, বিভিন্ন ব্রান্ডের গুড়া সাবানসহ বিপুল পরিমান পন্য সামগ্রী উদ্ধার করা হয়। এ সময় জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন ও মাহফুজ আলম নামে তিনজনকে আটক করা হয়। আটককৃত তিনজনকে এক বছর করে জেল ও তিনটি প্রতিষ্ঠানকে একলাখ টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্দেশে র্যাব সদস্যরা জব্দকৃত ভেজাল পন্য আগুনে পুড়িয়ে ধ্বংস করে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ