লক্ষ্মীপুরে পৃথক স্থান থেকে আব্দুল মান্নান ও স্বপন নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে সদর উপজেলার মজু চৌধুরীর হাট ফেরী ঘাট থেকে ৪ কেজি গাঁজাসহ মান্নানকে এবং পৌর শহরের রাজিবপুর থেকে মাদক আইনে ১ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামি স্বপনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত মান্নান ভোলা জেলার তজিম উদ্দিন থানার আব্দুস সাদেকের ছেলে ও স্বপন স্থানীয় রাজিবপুর গ্রামের সফিক উল্লার ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই দিপক ও ময়নুল অভিযান চালিয়ে এ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
বিডি প্রতিদিন/০৫ আগষ্ট ২০১৬/হিমেল-০৭