লক্ষ্মীপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ দমন ও বিতর্কিত নাস্তিক্যবাদী শিক্ষানীতি বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। শুক্রবার বাদ জুমা স্থানীয় আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা শাখার উদ্যেগে আয়োজিত এ সমাবেশের শুরুতে পুলিশ বাধা দেয়। এসময় অনুষ্ঠানের প্রচার গাড়ী, প্রচার মাইক, ব্যানার, ফেস্টুন কেড়ে নেওয়াসহ কঠোর নিরাপত্তা তল্লাশী চালায় পুলিশ। পরে বিক্ষোভ মিছিল করতে না দিলেও সমাবেশ করে সংগঠনটি।
সমাবেশে জেলা সভাপতি অনারারী ক্যাপ্টেন (অব:) মো. ইব্রাহীমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা খালেদ সাইফুল্লাহ, জেলা সেক্রেটারী মাওলানা মহি উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা নোমান সিরাজী, কেন্দ্রীয় ছাত্র নেতা আব্দুর জাহের আরেফী, জেলা ছাত্র সভাপতি মাহমুদুল হাসান প্রমুখ।
প্রথান অতিথি তার বক্তব্যে বলেন, 'কোন মুসলমান সস্ত্রাসী ও জঙ্গি হতে পারেনা, সন্ত্রাসী ও জঙ্গিবাদী কার্যক্রম আন্তার্জাতিক অপশক্তির চক্রান্তের ফসল। মানুষতো দূরের কথা একটি পিপিলিকা হত্যা করাও ইসলাম সমর্থন করেনা। ফলে সন্ত্রাস ও জঙ্গিবাদের আড়ালে মুসলীম উম্মাহকে হয়রানি, মসজিদে মসজিদে নজরদারী, খুৎবা নিয়ন্ত্রণ এবং শিক্ষানীতির উপরে অনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবেনা।'
বিডি প্রতিদিন/০৫ আগষ্ট ২০১৬/হিমেল-১২