টাঙ্গাইলে সদর উপজেলায় বন্যাকবলিত দুর্গত মানুষের মাঝে চাল, ডাল, চিরা ও বিশুদ্ধ পানি বিতরণ করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম। বিশিষ্ট শিল্পপতি ইনডেক্স গ্রুপের প্রধান নির্বাহী পীরজাদা শফিউল্লাহ আল মনিরের সহায়তায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার দিনব্যাপী টাঙ্গাইল সদর উপজেলার চরাঞ্চলসহ ৮টি পয়েণ্টে অন্তত ২০ হাজার বানভাসি মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, সাবেক যুগ্ম সচিব ইব্রাহীম খলিল, ইনডেক্স গ্রুপের চেয়ারম্যান জাকিয়া তাজিন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ ও টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হাসান প্রমুখ।
বিডি প্রতিদিন/০৫ আগষ্ট ২০১৬/হিমেল-১৫