স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশে কোন আইএস নেই। দেশের মাত্র কয়েকজন বিপথগামী যুবক দেশের মুখে আইএসের কালিমা লাগিয়ে দিচ্ছে।
শুক্রবার সকালে কক্সবাজারে নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করে এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, ‘যারা জেএমবি, হুজি এই সমস্ত নামে আত্মপ্রকাশ করেছিল, এরা এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আইএস হতে চাচ্ছে। এগুলোর মূলোৎপাটন করার জন্য আমরা সর্বপ্রকার প্রচেষ্টা নিয়েছি।
বাংলাদেশের মাটিতে কোনোভাবেই জঙ্গিদের আস্তানা গড়তে দেওয়া হবে না মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো বিচ্ছিন্নতাবাদীকে বাংলাদেশের এক ইঞ্চি মাটিও ব্যবহার করতে দেওয়া হবে না। বাংলাদেশে আইএসের কোনো স্থান নেই। অতীতে যারা যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিল, যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, তারাই এখন জঙ্গিবাদে লিপ্ত। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে, যুদ্ধাপরাধের বিচার বিলম্বিত করতেই তারা নানা অপকৌশল নিচ্ছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রেজোয়ান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য যথাক্রমে আবদুর রহমান বদি, আশেক উল্লাহ রফিক ও মো. ইলিয়াছ।
বিডি প্রতিদিন/ ০৫ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন