সুন্দরবনে দস্যু দমনে নৌবহিনী ও কোস্টগার্ডের সম্মিলিত অপারেশন 'পাইরেটস হান্ট'র দ্বিতীয় দিনে বনদস্যুদের ব্যবহৃত ১০টি আস্তানা ও ওয়াচ টাওয়ার ধ্বংস করে দেয়া হয়েছে। শুক্রবার সকালে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কোকিলমনি, হাড়বাড়িয়া, হিরণপয়েন্ট, আকরাম পয়েন্ট ও দুবলাচর এলাকায় বনদস্যু বাহিনীগুলোর ব্যবহৃত ১০টি আস্তানা ও ওয়াচ টাওয়ারের সন্ধান পায় যৌথ বাহিনী। দ্রুত নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে সুন্দরবন বিভাগের সহয়তায় ওইসব আস্তানা ও ওয়াচ টাওয়ার পুড়িয়ে ধ্বংস করে দেয়।
দস্যু দমনে এই যৌথ অভিযানে সুন্দরবনসহ সন্নিহিত কোস্টগার্ডের সকল ষ্টেশন হতে একযোগে পরিচালনা করা হচ্ছে বলে জানান মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী মেহেদী মাসুদ। তিনি আরও জানান, নৌবাহিনী ও কোস্টগার্ডের দুই জাহাজসহ ৮টি আধুনিক জলযান দিয়ে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অপারেশন পাইরেটস হান্টের লক্ষ্য হল সুন্দরবনের জল-স্থলে দস্যুদের নির্মুল ও মুক্তিপণের দাবিতে অপহৃত জেলেদের উদ্ধার করা।
বিডি প্রতিদিন/০৫ আগষ্ট ২০১৬/হিমেল-১৭