সাতক্ষীরার আশাশুনি উপজেলায় জঙ্গি সন্দেহে পাঁচ জনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
শুক্রবার বিকেলে উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালি হাফিজিয়া মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- চুয়াডাঙ্গা জেলার মেহেদী হাসান, খুলনার রফিকুল ইসলাম, মেহেরপুরের মোশারফ হোসেন, শরীয়তপুরের নাজির হোসেন ও আশাশুনি উপজেলার একসরা গ্রামের আনিসুর রহমান।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে জিহাদি লিফলেট ও ম্যাপ উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ০৫ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন