মাদারীপুরের কালকিনি উপজেলার জুরগাঁও বাজার থেকে ৫০পিস ইয়াবাসহ আব্দুস ছালাম হাওলাদার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে আটক ছালাম পাশ^বর্তী গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাঘমারা গ্রামের মো. লালচান হাওলাদারের ছেলে এবং একই ইউনিয়ন যুবদলের সদস্য।
কালকিনি থানার ওসি কৃপাসিন্দু বালা জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই জুয়েল মিয়া দুপুরে জুরগাঁও বাজারে অভিযান চালিয়ে ৫০পিস ইয়াবা সহ মাদক বিক্রেতা আ.ছালাম হাওলাদারকে আটক করে। এ ঘটনায় এএসআই জুয়েল মিয়া বাদি হয়ে বিকেলে কালকিনি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে।
এদিকে গৌরনদী মডেল থানার এসআই মো. নজরুল ইসলাম জানান, গৌরনদী উপজেলার বাঘমারা গ্রামের বাসিন্দা যুবদল নেতা ছালাম হাওলাদারের বিরুদ্ধে নাশকতার ২টি সহ গৌরনদী থানায় দায়ের হওয়া ৩টি মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
বিডি প্রতিদিন/ ০৫ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন