সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ বলেছেন, 'জঙ্গি তৎপরতা দমনে দেশী ও বিদেশী সকল এনজিও, দাতা সংস্থার কার্যক্রম নজরদারী করা হচ্ছে। জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত প্রমাণ পেলে কঠোর ব্যবস্থাসহ তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।' শুক্রবার লালমনিরহাটের বিভিন্ন স্থানে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, জঙ্গিদের মদদদাতারা যতই শক্তিশালী হোক না কেন জঙ্গিদের অর্থ কিংবা যে কোন ধরনের সহযোগিতার প্রমান মিললে এনজিও রেজিস্ট্রেশন বাতিলসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে। অল্প দিনের মধ্যে দেশের জঙ্গি তৎপরতা বন্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি।
বন্যা দুর্গতদের উদ্দেশ্যে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ বন্যা মোকাবেলায় সরকার বন্যার্তদের পাশে দাড়িয়ে পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে। যা অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রীর সাথে কথা বলে তিস্তাসহ সকল নদ নদীতে বাঁধ নির্মান করে স্থায়ীভাবে বন্যা সমস্যার মোকাবেলা করা হবে। এ ব্যাপারে ইতোমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ে কথা বলা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আলমের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণের পূর্ব আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (সার্কেল) শহীদ সোহরাওয়াদী, লালমনিরহাট সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মোশারফ হোসেন, সহকারী পরিচালক অনিল চন্দ্র বর্ম্মন, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহম্মেদ, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা।
সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ লালমনিরহাটের বিভিন্ন বন্যা কবলীত এলাকা ঘুরে দেখেন ও বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় প্রতিমন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের অর্থায়নে ৪৫০ ব্যাগ খাদ্য সামগ্রী বন্যার্তদের মাঝে বিতরণ করেন।
বিডি প্রতিদিন/০৫ আগষ্ট ২০১৬/হিমেল-২২